ওয়াকফ আইন : ১০ এপ্রিল থেকে আন্দোলনে নামছে সংবিধান সুরক্ষা মঞ্চ
শুক্রবার কালো ব্যাজ পরে জুম্মার নামাজ, ধরনা____
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্দেশে অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে “সংবিধান সুরক্ষা মঞ্চের”গঠন করা হয়েছে। নব গঠিত এই মঞ্চে মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, মওলানা মাহমদুল হাসান ও মওলানা সারিমুল হক লস্করকে মুখ্য আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার নদয়াতুত তামির, আহলে সুন্নাত ওয়াল জামাত ও জামাতে ইসলামির তরফে শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া ও সারিমুল হক লস্কররা এ কথা জানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, অনতিবিলম্বে ও বিনাশর্তে সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন যতদিন পর্যন্ত প্রত্যাহার করা হবে না ততদিন বিভিন্ন মুসলিম সংগঠন দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাবে। এই আইন বাতিলের দাবিতে “সংবিধান সুরক্ষা মঞ্চের” তরফে প্রথম দফার আন্দোলন ১০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।এর অঙ্গ হিসেবে শুক্রবার কালো ব্যাজ পরে জুম্মার নামাজ পাঠ করবেন বিভিন্ন মুসলিম সংগঠন সহ সমাজের সাধারণ মানুষ। নামাজ শেষে এদিন প্রতীকী ধরণায় সামিল হবেন তাঁরা। আন্দোলনকে ঘিরে গোটা উপত্যকাজুড়ে প্রচার ও সচেতনতা অভিযান চালানো হবে।ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গোটা মুসলিম সমাজ তাঁদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতেও তাঁরা পিছ পা হবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

তাঁরা বলেন, এই আইন মুসলমান সমাজকে কোনঠাসা করার জন্য আনা হয়েছে, যা সভ্য সমাজে মোটেও গ্রহণযোগ্য নয়। এই অসাংবিধানিক আইন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে বলে মনে করছেন মুসলিম বুদ্ধিজীবীরা।তাই দেশের শান্তি সংহতি সম্পৃতি ও ঐকতাকে বজায় রাখার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এই আইন বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন বলেও জানিয়েছেন তাঁরা।
