ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল পাথারকান্দিও

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পাথারকান্দি এলাকা। বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার স্থানীয় মানুষ। রাজপথে নেমে আসে জনতার ঢল। বিক্ষোভকারীরা ঘেরাও করেন পাথারকান্দি সার্কল কার্যালয়। এক সময় পরিস্থিতি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ।

বিভিন্ন মুসলিম সংগঠনের আহ্বানে এদিন সকালে পাথারকান্দি সার্কল কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। ধীরে ধীরে সেই জমায়েত রূপ নেয় বিশাল জনসমুদ্রে। প্রতিবাদকারীরা ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে গোটা এলাকা কাঁপিয়ে তোলেন। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করেছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আইনের মাধ্যমে ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন তারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল পাথারকান্দিও
Spread the News
error: Content is protected !!