ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ধনেহরিতে মিছিল ও বিক্ষোভ
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ অব্যাহত গোটা দেশে। রবিবার একই ভাবে সোনাইয়ের ধনেহরি এলাকা এই আইন প্রত্যাহার করার জোরালো দাবি জানান ইসলামিক শিশু কল্যাণ সংস্থার ব্যানারে শতাধিক লোক। এ দিন ধনেহরি ইদগাহে শতাধিক যুবক সমবেত হয়ে বেলা ১১ টা নাগাদ প্লে কার্ড হাতে নিয়ে শ্লোগান সহকারে মিছিল বের করেন। কিন্তু মিছিল এগোতে দেয়নি পুলিশ। তারপর পুলিশ ও সিআরপিএফের বাধার মুখে পড়ে আয়োজকরা ধনেহরি তেমাথায় বিক্ষোভ সমাবেশ শেষ করতে বাধ্য হন।
বিক্ষোভ সমাবেশে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মওলানা নজির হোসেন মজুমদার, সামসুল ইসলাম বড়ভূইয়া (বুট্টু), মাসুম বড়ভূইয়া, রশিদ লস্কর প্রমুখ। বক্তারা মোদি সরকারের চক্রান্তের সমালোচনা করে বলেন, স্বাধীনতার আগ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজার, ইদগাহের জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পরিগনিত হয়ে আসছে। মুসলিমদের এই সম্পতি ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়ে আসছে। ওয়াকফ বোর্ডের কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল। কিন্ত বিজেপি সরকার এ সব সম্পত্তির লোভে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত করার প্রচেষ্টা করেন। দেশের সব মুসলিম ধর্মীয় সংগঠন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল সংশোধনী বিলের তীব্র বিরোধীতা করার পর ও মোদি সরকার জোর করে বিলটি সংসদের উভয় কক্ষে পাস করে রাষ্টপতির দপ্তারে পাঠায় শেষমেশ রাষ্টপতির অনুমোদনের পর তা আইনে পরিণত হয়ে গেল।

তাঁরা বলেন, ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। ভারতীয় সংবিধান রক্ষার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া আইন কোনও মুসলমান মেনে নিতে পারছেন না। প্রয়োজনে শরীরের রক্ত ঝরিয়ে কালো আইনটি প্রত্যাহার করার জন্য প্রস্তত রয়েছেন বলেও হুমকির সুরে জানিয়ে দিয়েছেন।