কাঁঠালতলিতে ওয়াজ মহফিল বুধবার

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : কাঁঠালতলি বাজার জামে  মসজিদের বার্ষিক ওয়াজ মহফিল আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা শেখ ইয়াহইয়া। মসজিদ কমিটির পক্ষ থেকে মাওলানা সাহাব উদ্দিন বলেন-অন‍্যান‍্য বছরের মতো এবারও কাঁঠালতলি বাজার জামে মসজিদের বার্ষিক ওয়াজ মহফিল এদিন সকাল দশটায় শুরু হবে। চলবে পরদিন সকাল দশটা অবধি। এতে প্রথম পর্বে থাকবে ছাত্রছাত্রীদের মধ‍্যে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। দ্বিতীয়ার্ধে থাকবে অতিথিদের আলোচনা। মহফিলে সভাপতিত্ব করবেন স্থানীয় মোকামী জমিয়ত উলামার সভাপতি মাওলানা মুফতি আব্দুস সহিদ। সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ মতিউর রহমান।

মহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফকিরবাজার দারুল উলুম শেখ আহমদ আলি মদ্রাসার শিক্ষক মওলানা মুফতি ইমরান হুসেন ও এংলাবাজারহাই স্কুলের শিক্ষক মওলানা তাহিরুল হক, আলহিলাল পত্রিকার সম্পাদক মওলানা আবু নসর আব্দুর রৌফ। তাছাড়া আরও বিশিষ্ট মওলানারা মহফিলে উপস্থিত থাকবেন। মহফিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন‍্য সবার সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

কাঁঠালতলিতে ওয়াজ মহফিল বুধবার
কাঁঠালতলিতে ওয়াজ মহফিল বুধবার

Author

Spread the News