ভারতের জন্য অপেক্ষা করছে আরও নিষেধাজ্ঞা? ট্রাম্পের নয়া হুঁশিয়ারির পরই তুঙ্গে জল্পনা

৭ আগস্ট : ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের উপর শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এখানেই থামছেন না তিনি। এবার ভারতের জন্য আরও নিষেধাজ্ঞা অপেক্ষা করছে বলে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘চিন সহ আরও অনেক দেশই রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। তাহলে ভারতকে একা কেন নিশানা করা হচ্ছে?’ এর উত্তরে ট্রাম্প বলেন, ‘সবে মাত্র আট ঘণ্টা কেটেছে। দেখা যাক কী হয়।’ এরপরই হুঁশিয়ারির সুরে তাঁর মন্তব্য, ‘আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক নিষেধাজ্ঞা চাপতে চলেছে।’

Spread the News
error: Content is protected !!