আসাম রাইফেলসের প্রীতি ভলিবল ম্যাচ

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : মণিপুরের কৈমাইয়ে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করল আসাম রাইফেলস। ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হল কৈমাই কুকি, কৈমাই নাগা, কৈমাই পুলিশ স্টেশন এবং আসাম রাইফেলস।

আসাম রাইফেলসের প্রীতি ভলিবল ম্যাচ

ম্যাচগুলো কেবল ক্রীড়া নৈতিকতা এবং শারীরিক ফিটনেসকে উৎসাহিত করেনি, বরং বিভিন্ন সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বাড়ানোর একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে। এই ধরনের অনুষ্ঠানগুলো আসাম রাইফেলসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, যা মানুষের সঙ্গে স্থায়ী বন্ধন গড়ে তোলার এবং অঞ্চলে ঐক্য ও ভ্রাতৃত্বের মনোভাবকে শক্তিশালী করা।

আসাম রাইফেলসের প্রীতি ভলিবল ম্যাচ
Spread the News
error: Content is protected !!