বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার বৈঠক অনুষ্ঠিত কালাইনে
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত কমিটির নির্দেশ অনুসারে রবিবার পশ্চিম কাছাড় জেলার জেলা বৈঠক অনুষ্ঠিত হয় কালাইনের সত্য রঞ্জন কলেজ প্রাঙ্গণে। বেলা আড়াইটায় শুরু হওয়া এই বৈঠকে প্রান্ত কমিটির সম্পাদক সমীর দাস, প্রান্ত সৎসঙ্গ প্রমুখ শৈলেন্দ্র দাস, মাতৃশক্তি সংযোজিকা চন্দ্রা দাস উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিধু ভূষণ দেব এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক জিতেন্দ্রচন্দ্র দাস।

এদিনের আলোচ্য সূচিতে ছিল, বিগত সভার কার্যবিবরণী পাঠ, সাংগঠনিক বৃত্ত, গত ২ ও ৩ আগস্টে অনুষ্ঠিত প্রান্ত কমিটির নির্দেশিকা নিয়ে আলোচনা, স্থাপনা দিবস, দুর্গা অষ্টমী ও দুই দিবসীয় জেলা বর্গের পরিকল্পনা এবং বিবিধ বিষয়। উক্ত বৈঠকে জেলা কমিটির সকল কার্যকর্তা ছাড়াও বজরং দল, দুর্গা বাহিনী, মাতৃ শক্তি এবং প্রত্যেক প্রখণ্ড ও খণ্ড কমিটির সদস্যরা উপস্থিত থেকে বৈঠককে সফল করে তোলেন। বৈঠক শেষে একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উদযাপন করেন কর্মকর্তারা।