হাইলাকান্দিতে বিষ্ণুর রাভা দিবস পালিত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২০ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিভিন্ন কার্যের মাধ্যমে বিষ্ণু প্রসাদ রাভা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানে কলাগুরু বিষ্ণু প্রসাদ রাভার জীবনদর্শন নিয়ে সেমিনার, কুইজ, রচনা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দু’টি প্রচার গাড়ির মাধ্যমে জেলা জুড়ে রাভা-সঙ্গীত প্রচার করা হয়। হাইলাকান্দি শহরের এসএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাভা দিবস উপলক্ষে রাজ্য সরকারের মূল কেন্দ্রীয় অনুষ্ঠানের সম্প্রচার বড় পর্দায় দেখানো হয়।

এছাড়া শহরের জনসংযোগ বিভাগের মাইক যোগে সকাল ছয়টা থেকে রাভা সংগীত প্রচার করা হয়।

হাইলাকান্দিতে বিষ্ণুর রাভা দিবস পালিত
Spread the News
error: Content is protected !!