টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট

১২ মে : টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর আচমকা অবসরে ভক্তদের চোখে জলের বাধ মানছে না। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছিলেন। পেয়েছিলেন কিং কোহলির সম্মান। পেয়েছিলেন সচিন তেন্ডুলকরের উত্তরসূরির সম্মানও। বিদেশের মাটিতে দাঁড়িয়েও চোখে চোখ রেখে লড়াই করেছিলেন তিনি। হারা ম্যাচ কব্জির জোরে একাই জেতাতেন তিনি। তাই চলে গিয়েও মনের মধ্যে থেকে গেলেন বিরাট

১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।

লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি রাজি হননি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট

গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব‍্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না।

Spread the News
error: Content is protected !!