কুশিয়ারা নদীর পারে মাইক লাগিয়ে ভারত বিরোধী স্লোগান, ভাইরাল ভিডিও
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : অপার বাংলা জকিগঞ্জে কুশিয়ারা নদীর পারে মাইক লাগিয়ে ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হয়ে পড়ে। মো: গুলজার রাজা সিপার নামের একটি ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে এভাবে লিখা রয়েছে… *জকিগঞ্জে কাস্টমে ভারতের দিকে মাইক দিয়ে গোশনা* )
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি যাচাই করেনি বরাক তরঙ্গ। এতে অনেকের মতে এমন কাণ্ডে ভারত-বাংলাদেশের মৈত্রী সম্পর্কে ফাটল ধরবে।
শুক্রবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সীমান্ত জেলা সফরের দিনে ভিডিওটি ভাইরাল হয়। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফের কড়া নজরদারি সহ সীমান্ত এলাকায় কোন ধরনের বড় জমায়েত, মিটিং মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ন বিষয় হচ্ছে যে জকিগঞ্জের কাস্টমঘাটে বিজিবি ওপি পয়েন্টের সামনে থেকেই উগ্রবাদীর দল ভারতের বিরুদ্ধে একের পর এক হুমকি দিলে কোন ধরনের আপত্তি জানাতে দেখা যায়নি বিজিবিকে।
বন্যায় ভাসছে ত্রিপুরা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ডিভিশনের একাধিক এলাকা সহ বাংলাদেশের ৬টি জেলা। আর দোষ প্রতিবেশী দেশ সরাসরিভাবে ফেলতে চাইছে ভারতের উপর। অন্তর্বতীকালীন সরকারে অন্যতম উপদেষ্টা ছাত্র নেতা নাহিদ শুক্রবার এনিয়ে আক্রমন করেছেন ভারতকে। তাছাড়া বন্যার দোষ দিয়ে ঘেরাও করা হয়েছে ঢাকাস্থিত ভারতের হাই কমিশন। বানভাসি বাংলাদেশের পরিস্থিতিতে ভারতকে দোষারোপের মাঝেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণব বর্মা।
বিশেষ করে গত দুই দিন থেকে ভারত বিদ্বেষী মনোভাব যেন মাথাচাড়া দিয়ে উঠেছে দেশ জুড়ে। ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে’, ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে, চিন, পাকিস্তান, বাংলাদেশ মিলে ভারতের সঙ্গে খেলা হবে এমন স্লোগানে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছেন উগ্রবাদী ছাত্র-জনতার দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের পণ্য সহ দেশটিকে বয়কট করা নিয়ে বিভিন্ন ধরণের ক্যাম্পেইন অব্যাহত রয়েছে বলে সুত্রে খবর।
এদিকে, মোহাম্মদ গুলজার রাজা সিপার নামের ফেসবুক ঘেটে দেখা গেছে আপলোড হওয়া এই ভিডিও একদিন আগের অর্থাৎ বৃহস্পতিবারের। তবে ভিডিওটি সত্যিকারে কি না অন্যন্য কোনও ভিডিও সঙ্গে ভয়েজ এডিটিং করে যোগ করে চালিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি।