মাদক বাজেয়াপ্ত নিয়ে বিএসএপ-পুলিশের তুমুল সংঘর্ষ, জখম ৩ পুলিশ, আটক ১ জওয়ান
৫ নভেম্বর : মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী (BSF) ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গণ্ডগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, একদম ভরা রাস্তার উপরই পুলিশ ও বিএসএফ আধিকারিকরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, তিন চারজন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চ-পদস্থ আধিকারিকরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেনসিডিল আসছিল। এরপর ফেনসিডিল বোঝাই পেটিগুলিকে রাস্তাতেই কেউ বা কারা নামিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন। আর তারপরই ব্যাপারটা আঁচ করতে পেরে খবর দেন পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ওই ফেনসিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করে।
যে স্থানে এই ঘটনা ঘটেছে তার পাশেই বিএসএফ ক্যাম্প। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কাফ-সিরাপের পেটিগুলি গাড়িতে তুলছিলেন, সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরাও। অভিযোগ, তাঁরা পুলিশ কর্মীদের বাধা দেন ওই পেটিগুলি নিয়ে যাওয়া থেকে। বিএসএফ-এর দাবি, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে। সেই খবর পেয়ে তাঁরা পৌঁছন সেখানে। তবে পুলিশ বাধা দেয় সেগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকেই দু’তরফে শুরু হয় বচসা-ঝামেলা। ওই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি ওঠে চরমে। প্রথমে দু’পক্ষের হাতাহাতি পরে তা মারামারিতে পৌঁছয় বলে খবর। এই সংঘর্ষে আহত তিন পুলিশ কর্মী। অপরদিকে, পুলিশকে মারধরের অভিযোগে আটক এক বিএসএফ জওয়ানও।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “জিনিসটা একটা গাড়ি বা কেউ এসে নামিয়ে দিয়ে যায়। পরে খুলে দেখা যায় এটার ভিতরে রয়েছে কাশির সিরাপ বা ফেন্সিডিল। এরপর এখানকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ আসে। ওই জিনিসগুলো বাজেয়াপ্ত করে গাড়িতে তুলতে যায়। সেই সময় বিএসএফ আসে। তারপর দেখলাম বিএসএফ-এর সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। এরপরই এলাকায় উত্তেজনা হয়। থানার বড়বাবু আসেন। বিষয়টি তিনিই দেখেন। তবে কতজন আহত হয়েছেন বলতে পারব না। কিন্তু এইটুকু জানি যে পুলিশ বিএসএফ ঝগড়া করছিল আর তারপরই হাতাহাতি করে একে অন্যের সঙ্গে।”
খবর : tv9 bangla.

