শালগঙ্গারপারে অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : ধলাই থানা অধীন ক্লেভার হাউস জিপির শালগঙ্গারপারে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক আড়াইটার সময় একদল অস্ত্রধারী দুষ্কৃতী কাননমোহন নাথ (৭৫)-এর বাড়িতে প্রবেশ করে। তারা প্রবল আতঙ্ক সৃষ্টি করে এবং গৃহকর্তাকে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ডাকাত দল প্রায় ২০ হাজার টাকা নগদ অর্থ, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় কাননমোহন নাথের পরিবারের সদস্যরা মারাত্মক ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
ঘটনার পর ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।