দক্ষিণ করিমগঞ্জকে “পাকিস্তান” বলে মন্তব্য বিজয় মালাকারের, সমালোচনার ঝড়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। এই উত্তাপে ঘি ঢাললেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। শনিবার এক সরকারি পরিদর্শনের সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে “পাকিস্তান” বলে উল্লেখ করে জড়িয়ে পড়লেন এক বিতর্কে। এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।,যা এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমেও। এমন কাণ্ডটি হয়েছে শনিবার।
এদিন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মৎস্য বিভাগের সচিবের সঙ্গে বরাক উপত্যকার অন্যতম বিস্তৃত ও ঐতিহাসিক জলাভূমি শনবিল পরিদর্শনে যান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। সেই সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন দক্ষিণ করিমগঞ্জ একসময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। তবে এখন, সীমানা পুনর্বিন্যাসের পর এই অঞ্চল হিন্দুস্থানে পরিণত হয়েছে। এই মন্তব্য ঘিরেই জন্ম নেয় বিতর্ক। ঐতিহাসিক প্রেক্ষাপটে মন্তব্যটির কোনও ভিত্তি নেই বলে মত দিয়েছেন ইতিহাসবিদ ও রাজনীতিকেরা। অনেকেই বলছেন, বিধায়ক যদি সীমান্ত বিভাজনের ইতিহাস বোঝার আগ্রহ রাখতেন, তবে এমন অসঙ্গতিপূর্ণ বক্তব্য হয়তো দিতেন না।
প্রসঙ্গত, কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ করিমগঞ্জের বেশ কিছু অঞ্চল যেমন রাতাবাড়ি ও পাথারকান্দি বাদ পড়ে যায়। আর ফাকুয়া, নগেন্দ্রনগরসহ বিস্তীর্ণ এলাকা রামকৃষ্ণনগরের সঙ্গে যুক্ত হয়। এই প্রশাসনিক পরিবর্তনের কথা বোঝাতে গিয়েই হয়তো তিনি এমন মন্তব্য করে ফেলেন, কিন্তু রাজনৈতিক ভাষ্যে এমন তুলনা নিছক ‘ভুল’ বলে মেনে নিতে নারাজ সচেতন মহল।