যোগব্যায়ামে অঙ্গবিন্যাস ও শরীরের ভঙ্গি উন্নত করে : বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুন : সারা বিশ্বের সঙ্গে শিলচর শঙ্কর মঠ ও মিশনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। স্থানীয় বিভিন্ন বয়সের ছেলে- মেয়ে সহ বৃদ্ধদের নিয়ে প্রতি বছরের ন্যায় যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে দিবস পালন করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ।

বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য উপহার, যোগ শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য সবচেয়ে বিশ্বস্ত উপায় হিসেবে আবির্ভূত হয়েছে। “যোগ” শব্দটি সংস্কৃত মূল ইউজ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ “যোগ দেওয়া”, “জোয়াল করা” বা “একত্রিত করা”, যা মন ও শরীরের ঐক্যের প্রতীক, চিন্তা এবং কর্ম, সংযম এবং পরিপূর্ণতা, মানুষ এবং প্রকৃতির মধ্যে সাদৃশ্য এবং স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এদিন সহযোগিতায় ছিলেন রামেশ্বরানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্যরা।