পাথারকান্দির উনামগ্রামে রাসলীলার জোরদার প্রস্তুতি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : মহা রাসলীলাকে ঘিরে ব্যাপক আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে বৃহত্তর পাথারকান্দিতে। চলছে জোরদার প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবছরও ৮৭তম ঐতিহাবাহী শ্রীশ্রী কৃষ্ণের শারদীয় মহারাসলীলা উদযাপন করা হবে পাথারকান্দির উনামগ্রামে।
বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত উনামগ্রামের রাধামাধবজীউ দালান মন্দিরে ১৫ নভেম্বর সকাল থেকে শুরু হবে গোষ্ঠলীলা, সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা ছ’টায় সন্ধ্যা আরতির পর পাশ্ববর্তী বাংলাদেশ, মণিপুর, ত্রিপুরা রাজ্য সহ স্থানীয় বিশিষ্ট বাদক দ্বারা চৌদ্দবাদল মহাসংকীর্তন অনুষ্ঠিত হবে। চৌদ্দবাদল মহাসংকীর্তনের পর রাত এগারোটা থেকে শুরু হবে শ্রীশ্রী কৃষ্ণের শারদীয় মহারাসলীলা। এতে বৃন্দাবনের গোপীনিদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা গান ও নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। পরদিন নিশি অবসানের পর পরিসমাপ্তি ঘটবে ৮৭ তম মহারাসলীলার।