বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

বরাক তরঙ্গ, ২০ জুলাই : শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের ব্যবস্থাপনায় দশ দিবসীয় প্রান্তীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন হল কাটলিছড়া সরস্বতী বিদ্যা নিকেতনে।  গত ৯ জুলাই থেকে শুরু হওয়া আচার্য প্রশিক্ষণ শুক্রবার সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে প্রতিদিন সকাল ৫টা থেকে রাত দশটা পর্যন্ত দৈনিক ১৭ ঘণ্টার বিভিন্ন কালাংশের মাধ্যমে প্রশিক্ষণবর্গ পরিচালিত হয়। প্রতিদিন সকালবেলা প্রাতঃস্মরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ বর্গের কার্য আরম্ভ হয় তারপর যথারীতি যোগ, তিনটি শৈক্ষিক কালাংশ, একটি বৌদ্ধিক কালাংশ, শারীরিক ও একটি চর্চা কালাংশ এবং একটি কার্যকলাপ কালাংশের মাধ্যমে বিভিন্ন প্রকার কার্যক্রম চলে।প্রশিক্ষণ বর্গে দক্ষিণ অসম প্রান্তের চার জেলার যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমা হাসাওয়ের ২০টি বিদ্যালয় থেকে মোট ৫১ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

প্রশিক্ষণ বর্গে প্রশিক্ষক হিসেবে কালাংশ নেন শিক্ষা বিকাশ পরিষদের প্রান্ত নিরীক্ষক পিংকু মালাকার, শিক্ষা বিকাশ পরিষদের কার্যকারীণি সমিতির সদস্য সমীরণ চক্রবর্তী, কাটলিছড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দ্রনীল চক্রবর্তী, সরস্বতী শিশু নিকেতন ডলুর প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ, করিমগঞ্জ ডায়েটের প্রাক্তন প্রভাষক কানাইলাল দে, বিশিষ্ট শিক্ষাবিদ রামকৃষ্ণ চক্রবর্তী, করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের উপপ্রধান আচার্য মনোজিৎ চক্রবর্তী, কাটলিছড়া বিএড কলেজের অধ্যক্ষা গৌতমি চক্রবর্তী, শিক্ষা বিকাশ পরিষদের কার্যকরণী সমিতির সদস্য চন্দ্রকান্ত দাস, পরিষদের সহ-সভাপতি অপূর্ব কুমার নাথ, মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যা রুপালী দত্ত, গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অভিজিৎ নাথ, করিমগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যাপিকা মালবিকা ভট্টাচার্য, সীমান্ত চেতনা মঞ্চের সংযোজক শংকর, প্রান্ত সংগঠনমন্ত্রী মহেশ ভাগবত, রামকৃষ্ণ নগর কলেজের অধ্যাপক দীপঙ্কর পাল প্রমুখ। প্রশিক্ষণে বৌদ্ধিক কালাংশে বৌদ্ধিক প্রদান করেন বিশিষ্ট লেখক অসিত চক্রবর্তী, শিক্ষা বিকাশ পরিষদ কার্যকরী সমিতির সদস্য ক্ষৌনিশ চক্রবর্তী, কাটলিছড়া চার্লস মার্ক হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ‌রঞ্জন দাস, শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত কার্যবাহ সুভাষচন্দ্র নাথ, শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি নিখিল ভূষণ দে, প্রান্ত সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় প্রমুখ।

বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

চর্চা এবং কার্যকলাপ কালাংশে প্রশিক্ষক হিসেবে সাহায্য করেন অয়ন চক্রবর্তী, সাধন কুমার দাস, সঙ্গীতা চক্রবর্তী, সুপ্রিয়া দাস , কুনালজিত দেব,রুপালী দত্ত, মেঘাঞ্জন চক্রবর্তী,  সত্যজিৎ দে, নমিতা দাস, বিপ্রজিত, বনমালী শুক্লবৈদ্য, বিবেক তিওয়ারি, পিংকু মালাকার প্রমুখ। এছাড়াও সন্ধ্যা বন্দনা কালাংশে কৃষ্ণকান্ত সন্ধিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক নির্দেশক বিশ্বজিৎ পুরকায়স্থ সহ কাটলিছড়া এলাকার  শিক্ষাবিদ তথা বিশিষ্ট ব্যক্তিজনেরা বিভিন্ন দিনে প্রদীপ প্রজ্বলন করেন।

বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

উল্লেখ্য, সরস্বতী ওম ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রশিক্ষণের শুভারম্ভ করেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সংগঠনমন্ত্রী মহেশ ভাগবত ,প্রান্ত নিরীক্ষক তথা প্রশিক্ষণ প্রমুখ পিংকু মালাকার, প্রান্ত কার্যালয় প্রমুখ অয়ন চক্রবর্তী, কাটলিছড়া সরস্বতী বিদ্যানিকেতনের  উপপ্রধান আচার্যা নমিতা দাস এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক বাচ্চু গুপ্ত। প্রাস্তবিক বৌদ্ধিক প্রদান করেন প্রান্ত নিরীক্ষক পিংকু মালাকার মহাশয় এবং মুখ্য বক্তা হিসেবে বৌদ্ধিক প্রদান করেন সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্মোচন করা হয় বিদ্যা ভারতীর সাংস্কৃতিক জ্ঞান পরীক্ষার বই, বহির্জনি উপস্থিত ছিলেন প্রান্ত সাংস্কৃতিক জ্ঞান প্রমুখ তথা সরস্বতী বিদ্যা নিকেতন কালাইনের প্রধান আচার্য দেবাশীষ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক বাচ্চু গুপ্ত ।

বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

প্রশিক্ষণ বর্গের দ্বিতীয় দিনে বিদ্যা ভারতী পূর্বত্তর ক্ষেত্রের সংগঠন মন্ত্রী ড. পবন তিওয়ারি জী উপস্থিতি থেকে প্রশিক্ষার্থীদের মার্গদর্শন করেন।প্রশিক্ষণ বর্গের অষ্টম দিবসে বিদ্যাভারতীর গতিবিধি পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে এক অভিনব কার্যক্রম হাতে নেওয়া হয়। এই কার্যক্রমে প্রশিক্ষনে উপস্থিত ৫১ জন প্রশিক্ষার্থী কাটলিছড়া সরস্বতী বিদ্যানিকেতনের ৫১ জন বিদ্যার্থীর সহযোগে কাটলিছড়ার বিভিন্ন স্থানে ৫১টি গাছের চারার উপর রোপন করেন। প্রশিক্ষনের অন্তিম দিবসে প্রশিক্ষার্থীদের লিখিত মূল্যায়ন করা হয়। প্রশিক্ষণের সমারোপ সত্রে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিকাস পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সহ-সম্পাদক তথা করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনমন্ত্রী মহেশ-ভাগবত, প্রান্ত প্রশিক্ষণ প্রমুখ পিংকু মালাকার, এসকে রায় কলেজ কাটলিছড়ার প্রাক্তন অধ্যক্ষ দীপক আইচ প্রমুখ। সত্রে ১০ দিবসীয় প্রশিক্ষণ বর্গের সম্পূর্ণ বৃত্ত পাঠ করেন প্রশিক্ষণ প্রমুখ পিঙ্কু মালাকার। জ

বিদ্যা ভারতীর দশ দিবসীয় প্রাথমিক আচার্য প্রশিক্ষণ সম্পন্ন কাটলিছড়ায়

প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে গিয়ে মুখ্য বক্তা অঞ্জন গোস্বামী এই প্রশিক্ষণ বর্গে প্রশিক্ষণ নেওয়া আচার্যদের উদ্দেশ্যে বলেন, যখনই এই প্রশিক্ষনে নেওয়া প্রশিক্ষণ নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে কার্যে রূপান্তরিত করবে তখনই এই প্রশিক্ষণবর্গ সফল হবে। সমারোপ সত্রের শেষ পর্যায়ে ৫১ জন প্রশিক্ষার্থীর হাতেই শংসাপত্র তুলে দেওয়া হয়। শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সহ-সংস্কৃত প্রমুখ তথা নিলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যা‌ পূরবী দে-র ধন্যবাদ জ্ঞাপনের পর বন্দেমাতরমের মাধ্যমে ১০ দিবসীয় প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News