প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত, শ্রীভূমিতে গ্রেফতার যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ মে : প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ভিডিও ভাইরাল। পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অপপ্রচারের মূল অভিযুক্ত। বিকৃত ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল শ্রীভূমির কালীগঞ্জ এলাকার যুবক আবুল হোসেনকে। সূত্র অনুযায়ী, অভিযুক্ত আবুল হোসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তৃতার ভিডিও এডিট করে তা বিকৃতভাবে উপস্থাপন করেন। ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল, যাতে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং পাকিস্তানের সামনে দেশকে হেয় প্রতিপন্ন করা হয়। এই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত অনুসন্ধানে নামে কালীগঞ্জ থানা পুলিশ।

প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয় ভিডিওর মূল উৎস। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আবুল হোসেনকে। আটক করে আবুলকে নিয়ে যাওয়া হয় শ্রীভূমি সদর থানায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তদন্তে আরও কেউ জড়িত আছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসন কড়া পদক্ষেপ করার দাবি জানান।

প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত, শ্রীভূমিতে গ্রেফতার যুবক
Spread the News
error: Content is protected !!