পাথামের জোড়া গোলে কোয়ার্টারে ভিক্টরি

শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুন : পংরুপ পাথামের জোড়া গোলে কাবুগঞ্জে নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভিক্টরি ক্লাব কৃষ্ণপুর। শনিবার কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি ব্যবস্থাপনায় লক্ষীচরন হাইস্কুল খেলার মাঠে টুর্নামেন্টে ২-১ গোলে হারায় এসপিএম আরজানপুরকে। খেলার শুরতেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান পংরুপ পাথাম। ১ মিনিটে গোল করে দলের মনোবল বাড়িয়ে দেন পংরুপ। ৩৫ মিনিটে আরও একটি গোল করে আরজানপুরকে চাপে ফেলে দেন তিনি। লড়াই করে ৪৮ মিনিটে একটি গোল প্রতিশোধ করেন নেহিমিয়া। অবশেষ দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্ট থেকে ২-১ গোলে বিদায় নিতে হল আরজানপুরকে। ম্যাচের সেরা পুরস্কার পান পংরুপ পাথাম।

এদিন ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল বিহারা এফসির বিরুদ্ধে খেলবে কর্কট এ।

পাথামের জোড়া গোলে কোয়ার্টারে ভিক্টরি
পাথামের জোড়া গোলে কোয়ার্টারে ভিক্টরি
Spread the News
error: Content is protected !!