আজ করিমগঞ্জে বিভিন্ন ভাষা গোষ্ঠীর কবি প্রণাম অনুষ্ঠানে থাকছেন উপাধ্যক্ষ নুমাল

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে গত মাসে প্রথমে জেলা ভিত্তিক এর পর রাজ্যে ভিত্তিক রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে বারোজন অংশ গ্রহণ করে। তাদের সঙ্গে জেলায় চার শতাধিক শিল্পীদের মধ্যে বাছাই করা বিভিন্ন ভাষা গোষ্ঠীর শিল্পীদের ও শিলচর এবং হাইলাকান্দির নির্বাচিত শিল্পীদের নিয়ে ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে  গুণিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে মঞ্চে বাঙালি, অসমিয়া, ডিমাসা, চা-বাগান, মণিপুরি সহ নানা ভাষা গোষ্ঠির শিল্পীরা একক ভাবে নাচে-গানে কবিকে প্রণাম জানাবে।তাছাড়া শুরুতে দুটি উদ্বোধনী দলগত ভাবে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের
শিল্পীরা।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডাঃ নুমাল মমিন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব। তাছাড়া থাকছেন উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলার নাগরিকদের পাশাপাশি সাংস্কৃতিপ্রেমীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের অরবিন্দ রায় স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হবে।

আজ করিমগঞ্জে বিভিন্ন ভাষা গোষ্ঠীর কবি প্রণাম অনুষ্ঠানে থাকছেন উপাধ্যক্ষ নুমাল

অনুষ্ঠানের কথা জানিয়েছেন অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী উদযাপন সমিতির দুই মুখ্য উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল, সভাপতি ডাঃ দেবোতোষ পাল, জেলা সংযোজক অরূপ রায়।

Author

Spread the News