শপথ নিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ

১২ সেপ্টেম্বর : নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য, সাংসদ, বিচারপতি ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

তামিলনাড়ুর প্রবীণ রাজনীতিক রাধাকৃষ্ণণ দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রাজ্যসভার একাধিক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য। উপরাষ্ট্রপতির পদে থেকে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠান শেষে নয়া উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনায় সকলে শুভকামনা জানিয়েছেন তাঁকে।

Spread the News
error: Content is protected !!