উপরাষ্ট্রপতি পদে নীতীশ? জল্পনা!

২৩ জুলাই : জগদীপ ধনকড়ের ইস্তফার সঙ্গে এবার বিহার-ভোট জুড়ে গেল। ধনকড়ের জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান, নীতীশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। ভোটের আগে নীতীশকে উপরাষ্ট্রপতি করে বিহারের CM পদে BJP-র কাউকে বসানোর পরিকল্পনা থাকতে পারে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের! এমনই জল্পনা-কল্পনা। এদিকে নীতীশ উপরাষ্ট্রপতি হলে, তা বিহারের সৌভাগ্য বলে মন্তব্য করছেন বিহারের বিজেপি বিধায়করা।

Spread the News
error: Content is protected !!