দায়িত্ব নিলেন উপাচার্য নিরঞ্জন রায়
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : উত্তর-পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৯০ বছর পুরনো জিসি কলেজ আজ উন্নীত বিশ্ববিদ্যালয়ে। রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন রায়।

উপাচার্য হিসেবে কলেজে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ স্বাগত জানান কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা। এনসিসির ক্যাডাররা তাকে কুচকাওয়াজের মাধ্যমে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান। জিসি কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর অপ্রতিম নাগের থেকে উপাচার্যের দায়িত্ব নিয়ে অধ্যাপক নিরঞ্জন রায় নবগঠিত এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। নবজাতক এই বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক, প্রশাসনিক পরিকাঠামগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং ছাত্রছাত্রীদের পড়াশুনা সহ বিভিন্ন বিষয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন।