উপাচার্য নিরঞ্জন রায়কে ‘শ্রীভূমি গৌরব স্মারক সম্মান’ খুশি স্মৃতি সংস্থার
মোহাম্মদ জনি, শ্রীভুমি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শ্রীভূমির কৃতী সন্তান তথা শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক সম্মান জানালো খুশি স্মৃতি সংস্থা। রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে শ্রীভূমি জেলার অগ্রণী সংগঠন খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. নিরঞ্জন রায়কে উত্তরীয়, সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। “খুশী স্মৃতি সংস্থা”র পক্ষ থেকে ও উপাচার্য কে সংবর্ধনা উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করেন সংস্থার উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী।
“শ্রীভূমি গৌরব স্মারক সম্মান” স্মারক তাঁর হাতে তুলে দেন সংস্থার উপদেষ্টা সৌমিত্র পাল ও নন্দকিশোর বনিক। অসমের রাজ্যপাল কর্তৃক গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্তের স্মৃতি সম্বলিত স্মারক, উপহার হিসেবে তুলে দেন অমৃতলাল বনিক ও সন্ধ্যা কর। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সুব্রত চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরূপরতন দাস।