উপাধ্যক্ষ ননীগোপাল দেবনাথের স্মরণসভা রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : সদ্য প্রয়াত রাধামাধব কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. ননীগোপাল দেবনাথ স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় রাধামধব কলেজে। ২৪ জানুয়ারি শুক্রবার বেলা ১২টায় কলেজের কনফারেন্স হলে ইনচার্জ প্রিন্সিপাল ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত অধ্যাপক দেবনাথের কর্মময় জীবনের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে প্রয়াত দেবনাথের প্রতিকৃতিতে পুষ্পার্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. অসীমা রায় বলেন, প্রয়াত দেবনাথ কলেজ অন্তপ্রাণ ছিলেন। কলেজকে কীভাবে উন্নয়ণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তিনি সবসময় চিন্তা ভাবনা করতেন এবং সচেষ্ট থাকতেন। কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. প্রভাত কুমার সিনহা বলেন, প্রয়াত দেবনাথ নিজের কাজে যেমন কোনোদিন ফাঁকি দেননি তেমনি আদর্শের ক্ষেত্রে কোনও ধরনের সমঝোতা করেননি।
কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. প্রণয় রঞ্জন দেব বলেন, উপাধ্যক্ষের দায়িত্ব পালনে তিনি খুব কড়া ছিলেন। তবে তিনি খুব সরল মনের মানুষ ছিলেন। ফলে কলেজের স্বার্থে অনেকের সাথে মতান্তর হলেও মনান্তর কোনোদিন হয়নি। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাহুল চক্রবর্তী প্রয়াত দেবনাথবাবুকে শিক্ষক হিসেবে যেমন পেয়েছেন তেমনি পেয়েছেন সহকর্মী হিসেবেও। ফলে শ্রেণিকক্ষে তিনি কীভাবে পড়াতেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের যেমন শাসন করতেন তেমনি স্নেহও করতেন এবং পড়াশুনোর ক্ষেত্রে উৎসাহিত করতেন। বিভাগীয় প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালনে যেমন সক্রিয় ছিলনে তেমনি সহকর্মীদের সাথে খুব আন্তরিক ছিলেন।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন দাস ও সহকারী অধ্যাপক ড. বিধান বর্মণ, সুরভি ঘোষ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনীয়া ও সহকারী অধ্যাপক ড. নবনীতা দেবনাথ, ড. পিয়া দাস, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্তোষ বরা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সূর্যসেন দেব ও ড. সুমিতা বোস। কলেজের কার্যালয় ও গ্রন্থাগারের অশিক্ষক কর্মচারী এবং অংশকালীন অধ্যাপক-অধ্যাপিকারাও সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করা হয়। স্মরণসভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাস।