উপাচার্য কল্লোল পাল গুরুচরণ কলেজের অহংকার, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচরের কৃতী সন্তান তথা গুরুচরণ কলেজের প্রাক্তনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর কল্লোল পাল বর্তমানে পশ্চিমবঙ্গ ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্তি লাভ করেছেন। শুক্রবার গুরুচরণ কলেজে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন কলেজের কনফারেন্স হলে কলেজ অধ্যক্ষ বিভাস দেবের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কল্লোল পাল, কলেজ উপাধ্যক্ষ ড.গোপা সিংহ, কলেজের আইকিউএসির সমন্বয়ক ড. অপ্রতিম নাগ।

এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন অপ্রতিম নাগ। কলেজের গণিত বিভাগের অধ্যাপক দেবাশিস শর্মা প্রফেসর কল্লোল পালের বর্ণময় শিক্ষা জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। কলেজ অধ্যক্ষ বিভাস দেব তাঁর বক্তব্যে প্রফেসর কল্লোল পালের এই অসাধারণ সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি গুরুচরণ কলেজের অহংকার, তাঁর এই সাফল্যে বরাক উপত্যকা যেমন গৌরবময় হয়ে উঠেছে ঠিক তেমনি গুরুচরণ কলেজের মান আরও উজ্জ্বল হয়ে উঠেছে। প্রফেসর কল্লোল পাল নবপ্রজন্মের প্রতি এক আদর্শ চরিত্র-তাঁর এগিয়ে চলার পথ অনুসরণ করে কলেজ শিক্ষার্থীরাও অনেকদূর এগিয়ে যেতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রফেসর কল্লোল পাল এই সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন যে সবার আশীর্বাদ ও শুভেচ্ছা ই তাঁর চলার পথের পাথেয়, তিনি আরও বলেন, লক্ষ্যের প্রতি একনিষ্ঠতা এবং উদ্যমী মনোভাব মানুষকে এগিয়ে নিয়ে চলে, বর্তমান প্রজন্ম এভাবেই সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। গোপা সিংহ ও প্রফেসর কল্লোল পালের কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এদিন প্রফেসর কল্লোল পালের জীবনে এগিয়ে চলার পথে ক্রমাগত উৎসাহ ও উদ্দীপনার উৎস হিসেবে তাঁর মা হিরন্ময়ী পাল এবং স্ত্রী ড. দীপান্বিতা পাল ঘোষকে ও কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ শিক্ষার্থী গৌতমী মালাকার  রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা প্রদান করে। সবশেষে কলেজের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক চন্দন পাল চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রেষ্ঠা কর। অনুষ্ঠানে কলেজের সব অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News