সোমবার সোনাইয়ে সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
বরাক তরঙ্গ, ৬ জুলাই : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাপ্তাহিক ‘এইতো স্বদেশ’ পত্রিকার সম্পাদক তথা সোনাবাড়িঘাটের বাসিন্দা তাজ উদ্দিন বড়ভূইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন করছে সোনাই প্রেস ক্লাব। আগামীকাল সোমবার সকাল ১০-৩০ টায় সোনাই ক্লাব ভবনে শ্রদ্ধাঞ্জলি ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব।
এই অনুষ্ঠানে বৃহত্তর সোনাই-ধলাই এলাকার সাংবাদিক তৈয়বুর রহমান লস্করকে ‘তাজ উদ্দিন বড়ভূইয়া স্মৃতি সম্মাননা’ প্রদান করা হবে।
শ্রদ্ধাঞ্জলি ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ ও সম্মানিত অতিথি হিসেবে দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা সম্পাদক তৈমুর রাজা চৌধুরী উপস্থিত থাকবেন।