ভাষা শহিদ দিবসে নানা অনুষ্ঠান কাশীপুর সিআরপিএফের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মে : ১৯শে মে ভাষা শহিদ দিবস বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করল কাশীপুরস্থিত ১৪৭ সিআরপিএফ। রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে শুরুতে ১১ জন শহিদদের স্মরণ করা হয়। কমান্ডেন্ট ব্রুনো অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে এই অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানা ভাষায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪৭ নং সিআরপিএফের পক্ষ থেকে কমান্ডেন্ট ব্রুনো আলবার্ট ছাড়াও ডনবস্কো স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরোজিৎ টিক্কা, শ্রীকোণা কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ এসকে শর্মা, পয়লাপুল ভিনসেন্ট স্কুলের অধ্যক্ষ ফাদার সংগ্ৰাম, শ্রীকোণা ওএনজিসি-র সিকিউরিটি অফিসার মুবিন আহমেদ সহ অন্যান্যরা।