কবি-সাংবাদিক বিজয়কুমার ভট্টাচাৰ্যের মৃত্যুতে শোক বিভিন্ন সংগঠনের
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বরাকের বিশিষ্ট কবি-সাংবাদিক বিজযকুমার ভট্টাচাৰ্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন, সাংবাদিক সংস্থ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভট্টাচাৰ্যের মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছে অসম বাৰ্তাজীবী সংঘ। সংঘের সভাপতি মধুসুধন মেধি, উপ সভাপতি অঞ্জনকুমার শৰ্মা এবং সাধারণ সম্পাদক মুকুট রাজ শৰ্মা কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের আকস্মিক মৃত্যুতে শোক প্ৰকাশ করে জানান, বিজয় কুমার ভট্টাচার্যের মৃত্যুতে বরাক তথা সমগ্ৰ অসম একজন নিৰ্ভীক, নিরপেক্ষ সাংবাদিক হারিয়েছে। সংঘ তাঁর আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
এ দিকে, সমাজ মনষ্ক এক কবিকে হারাল বরাক উপত্যকা এমনটাই বললেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়। শোকবার্তায় প্রদীপবাবু বলেন, গত কয়েক দশক ধরে এই উপত্যকার সমস্ত সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে ছিলেন কবি বিজয়কুমার ভট্টাচার্য। তাঁর কবিতায় বারবার উঠে এসেছে এই উপত্যাকার জনগণের আশা আকাঙ্খা, বঞ্চনা, হতাশার চালচিত্র। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে আকসার এক দশক ব্যাপী আন্দোলনে সদা সক্রিয় ছিলেন কবি বিজয়কুমার ভট্টাচার্য। তাঁর লেখনী এই আন্দোলনের অন্যতম দিশারী ছিল। তাঁর এই অবদান কখনো ভোলা সম্ভব নয় বলে এদিন মন্তব্য করেন তিনি। শিলচর শ্মশানঘাটে কবিকে শেষ শ্রদ্ধা জানিয়ে প্রয়াত কবির স্মৃতি তর্পণ করলেন প্রদীপ দত্তরায়।
গভীর শোক প্রকাশ করেছে শিলচর বইমেলা কমিটি। শুক্রবার এক বিবৃতিতে শিলচর বইমেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী জানান, আমারা একজন বিশিষ্ট কবি-সাংবাদিককে হারালাম। শিলচর বইমেলা কমিটির সঙ্গে বিজয়কুমার ভট্টাচার্যের দীর্ঘ বছরের যোগসূত্র রয়েছে। বিজয় কুমার ভট্টাচার্যের মৃত্যুতে মর্মাহত তাঁরা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহিআত্মার চির শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বিপ্লব জানান, বিজয় কুমার ভট্টাচার্য শিলচর বইমেলা কমিটির জন্মলগ্ন থেকে সদস্য ছিলেন এবং তিনি ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটির আজীবন সদস্য ছিলেন। ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল কেন্দ্রশাসিত বরাকের দাবি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে তিনবার গিয়েছিলেন। ওইসময় ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটির প্রতিনিধি দলে বিজয়কুমার ভট্টাচার্য ছিলেন এবং প্রতিবার তিনিও সঙ্গে ছিলেন। এবছর তিনি শিলচর বইমেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান হারাণ দে, উপদেষ্টা কবি কস্তুরী হোম চৌধুরী, সহসম্পাদক গৌতম তালুকদার, সহসম্পাদক বাহার উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ প্রমুখ শোক প্রকাশ করেছেন।