বৈঠাখালে খুনের ঘটনার জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি বিভিন্ন সংগঠনের

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বৈঠাখালের ঘটনাটি তিন দিন অতিবাহিত হওয়ার পরও  জড়িতদের আটক করতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠন। এতে তারা ঘটনার সঙ্গে জড়িত মুল অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করে ঘটনার মূল রহস্য উদঘাটনে দাবি জানিয়ে পাথারকান্দি সার্কল অফিসারের মারফতে করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্দেশে স্মারকপত্র প্রেরণ করেন বুধবার। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রবিবার রাতে পাথারকান্দি থানাধীন বৈঠাকাল এলাকায় থাকা তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাটাবাড়ি এলাকার রণ সিনহা নামক এক প্রতিবন্ধী যুবককে খুন করে দুষ্কৃতির দল অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের পাশ ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেওয়া চেষ্টা করে বলে অভিযোগ। এছাড়া বিগত কয়েক মাস পূর্বে পাথারকান্দি থানাধীন কচুবাড়ি গ্রামের পঞ্চমী সিনহা নামের এক যুবতীকে হত্যা করে ঘরের পাশের খেতের  জমিতে ফেলে দেওয়া হলেও আজ অবধি এই কাণ্ডের মূল অভিযুক্তদের খুজে বের করে আটক করতে পারেনি পুলিশ৷ এ নিয়ে আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন দল সংগঠন সহ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইয়ং বিগ্রেড, ছাত্র সংস্থা, গণসংগ্রাম পরিষদ, মহিলা সংস্থা সহ বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠনের কার্যকর্তার পাথারকান্দি চক্র কার্যলয়ে উপস্থিত হয়ে সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের মারফতে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া  উদ্দেশে এক স্মারকপত্র প্রেরণ করেন। পরে বিভিন্ন সংঘটনের কর্মকর্তারা পাথারকান্দি থানায় গিয়ে পুলিশ প্রশাসনের কাছে এসব ঘটনায় জড়িতদের অতিশীঘ্রই আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের দাবি জানান।

এছাড়া প্রদত্ত স্মারকপত্রে তারা তিন দিনের সময় বেধে দিয়ে বলেন যে মূল অপরাধীদেরকে আগামী তিন দিনের মধ্যে আটক না করলে তারা গণতান্ত্রিক পদ্ধতীতে বৃহত্তর ভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন। স্মারকপত্রে প্রদানকালে  উপস্থিত ছিলেন অনিল রাজকুমার, বিশ্বজিৎ সিংহ বাবু, গোপিদাস সিনহা, সুরেষ সিনহা, প্রতিমা সিনহা, ঊষারাণি সিনহা, সত্যজিৎ সিনহা, বীনা সিনহা, বিক্রম সিনহা,রাজকুমার সিনহা,সুভাষ সিনহা প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News