কারাগারে USTM চ্যান্সেলর মহবুবুল হক

কারাগারে USTM চ্যান্সেলর মহবুবুল হক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ মার্চ : ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেঘালয় (USTM)-এর চ্যান্সেলর মহবুবুল হককে পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শ্রীভূমি জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার চার দিনের পুলিশি হেফাজত শেষে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক এই সিদ্ধান্ত দেন। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়নি, ফলে তাঁকে শ্রীভূমি জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

আদালতে উপস্থিতির আগে করিমগঞ্জ সদর থানার পুলিশ তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায় বাধ্যতামূলক মেডিক্যাল পরীক্ষার জন্য।

এই মামলায় মহবুবুল হকের পাশাপাশি আরও পাঁচ অভিযুক্ত হিরামণি শইকিয়া, বিজয় দত্ত, রেজ্জাক আলি, নুমান আহমেদ এবং ইমদাদুর রহমানকেও ২৫ ফেব্রুয়ারি পুলিশি হেফাজতে নেওয়া হয়। শনিবার বিকেল ৫টার দিকে তাঁদের আদালতে পেশ করা হয়। এর আগে, শুক্রবার রাতে হক ও নুমান আহমেদকে দিসপুর থানায় রাখা হয়েছিল এবং আজ সকালে করিমগঞ্জ থানায় স্থানান্তর করা হয়।

আদালত চত্বরে উপস্থিত সংবাদমাধ্যমের উদ্দেশে মহবুবুল হক বলেন, “আমার বিষয়ে নয়, USTM-এর সাফল্যের দিকে নজর দিন। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও ফ্যাকাল্টির অবদান তুলে ধরুন।”

কারাগারে USTM চ্যান্সেলর মহবুবুল হক

পাথারকান্দির পরীক্ষায় অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, “আমাদের শিক্ষকরা কোনো অনৈতিক কাজে জড়িত ছিলেন না। তাঁদের সততার জন্য আমরা তাঁদের পুরস্কৃত করব।”

এছাড়া, ৫ লাখ টাকা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি ব্যাখ্যা করেন, “ইআরডি ফাউন্ডেশনের ‘ভিশন ৫০’ উদ্যোগটি ৫০টি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এখানে ৮০ শতাংশ শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করে। টাকার কোনো প্রশ্নই ওঠে না।”

Author

Spread the News