“উত্তীয়” সাহিত্য পত্রিকার পূজা সংখ্যার উন্মোচন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : শিলচরের শ্যামানন্দ আশ্রম রোডে আয়োজিত এক অনুষ্ঠানে “উত্তীয়” সাহিত্য পত্রিকার পূজা সংখ্যা আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়।
সাহিত্য পত্রিকাটির আবরন উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি অসমিয়া দৈনিক “দুর্নীতির দর্পন” পত্রিকার মুখ্য সম্পাদক হারাণ দে। সঙ্গে ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি লেখক ঝুমুর পাণ্ডে ও দুই বিশিষ্ট অতিথি লেখক সুনন্দা নন্দীপুরকায়স্থ ও কবি শতদল আচার্য। এছাড়া সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরাও ছিলেন।

সভাপতি ও অতিথিরা তাঁদের ভাষনে প্রয়াত সাংবাদিক সজলকান্তি বিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত “উত্তীয়” পত্রিকার বর্তমান সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় যেভাবে সাহিত্য পত্রিকাটি চালিয়ে যাচ্ছেন সে জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কবি ও লেখক কস্তুরী হোম চৌধুরী বক্তব্য রাখেন এবং এতে শিবানী গাঙ্গুলি ভট্টাচার্য ,পারমিতা দাস, লক্ষী চন্দ, নিতাই দত্ত ও শ্রাবণী সরকার সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদক। বুধবার আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন তমাল চক্রবর্তী।

Spread the News
error: Content is protected !!