নিনতের হ্যাটট্রিকে নর্থ হাওয়াইতাঙে সেমিতে আন্ডার ফিফটিন

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : যাওবে নিনতের হ্যাটট্রিকে নর্থ হাওয়াইতাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফির নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ দল হিসেবে পৌঁছল আন্ডার ফিফটিন নর্থ হাওয়াইতাঙ। রবিবার ৩-০ গোলে নাজিয়া এন্টারপ্রাইজকে হারায় আন্ডার ফিফটিন। ম্য়াচের তিনটি গোল আসে যাওবের পায়ে থেকে। খেলার ১১ মিনিটে প্রথম গোল করে তিনি। এরপর ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন। ৩৯ মিনিটে শেষ গোল করেন যাওবে। নিনতে। তারা হারায় নাজিয়া এন্টারপ্রাইজ কে।  আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন যাওবে নিনতে। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন আয়োজক ক্লাবের সম্পাদক আবুল হোসেন বড়ভূইয়া।

এ দিন খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া, রাকিব বড়ভূইয়া ও বদরুজ্জামান। আগামী বুধবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে গ্যাংমাই এফসি হাতিখালের মুখোমুখি হবে শেওড়ারতল এফসি।

Spread the News
error: Content is protected !!