‘রই রই বিনালে’ দেখতে না পারায় উত্তপ্ত পরিস্থিতি বঙাইগাঁওয়ে
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : সিনেমা বাতিল হওয়ায় বঙাইগাঁওয়ের জলি মেক্স হলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। কারিগরি সমস্যার কারণে ‘রই রই বিনালে’ ছবির প্রদর্শনী বাতিল করা হয়। এই সিনেমাটি দেখতে আসা দর্শকরা ক্ষোভে ফেটে পড়ে হলে হুলস্থুল পরিস্থিতি তৈরি করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জলি মেক্সে দু’টি স্ক্রিন রয়েছে, কিন্তু তার মধ্যে একটি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সেই কারণেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সকালে থেকেই রাজ্যের প্রায় প্রতিটি সিনেমা হলে জুবিন গর্গের স্বপ্নের ছবি ‘রই রই বিনালে’ দেখতে দর্শকদের ভিড় জমে।
বিভিন্ন স্থানে প্রথম শো না দেখতে পেরে কান্নায় ভেঙে পড়া দর্শকদেরও দেখা গেছে হলের বাইরে।
ছবি সৌজন্যে news18 অসম।

