টাউন ক্লাবের উমেশচন্দ্র কর মেমোরিয়াল আর্ট প্রতিযোগিতা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শিলচর টাউন ক্লাবের ৪২তম মরসুম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা। রবিবার অম্বিকাপট্টি রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি স্কুলে উমেশচন্দ্র কর মেমোরিয়াল আর্ট প্রতিযোগিতা পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে প্রথম হয়েছে মিমি কংসবণিক। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে মায়েসি মজুমদার ও অর্কজ্যোতি চক্রবর্তী। ‘বি’ গ্রুপে প্রথম হয়েছে প্রতিক্ষা পাল। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সায়নী দাসগুপ্ত ও উত্তরা পাল। তৃতীয় স্থানেও দু’জন, তারা হলেন আকাশ চক্রবর্তী ও সাধ্বী সাাহা। ‘সি’ গ্রুপের প্রথম শুভাঙ্গী মজুমদার। দ্বিতীয় ও তৃতীয় হলেন শ্রদ্ধা পাল ও সুদিক্ষা পাল। ‘ডি’ গ্রুপে প্রথম হয়েছে সহম নাথ, দ্বিতীয় আয়ুষী পাল, তৃতীয় চয়ন দাস এবং বিশেষ পুরস্কার রুদ্র দাস পান। ‘ই’ গ্রুপের প্রথম স্থান দখলকারী হলেন গীতিকা কুমারী। দ্বিতীয় নিখিল কুমার। যৌথ ভাবে তৃতীয় হয়েছেন দীপা দাস ও ফারজিনা আক্তার লস্কর।

এ দিন প্রতিযোগিতা চলাকালীন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ নন্দী, সম্পাদক বিকাশ দাস, সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ চক্রবর্তী সহ গৌতম দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্মলকান্তি রায় প্রমুখ। আগামী ৬ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ করা হবে।

Spread the News
error: Content is protected !!