হাইলাকান্দিতে হেরোইনসহ দুই যুবক গ্রেফতার
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মাদকের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর এলাকায় একটি স্কুটি থেকে ১৪.৩৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভাউরঘাট এলাকা থেকে AS 11 AB 6917 নম্বরের একটি স্কুটি করে দুই যুবক লালা এলাকার উদ্দেশ্যে হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামে জাতীয় সড়কের ওপর চেকিং শুরু করে পুলিশ। তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় ১৪.৩৮ গ্রাম হেরোইন স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম সামসুল বড়ভূইয়া ও সেলিম উদ্দিন চৌধুরী।
বর্তমানে তাদের হাইলাকান্দি সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইলাকান্দি পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলবে অব্যাহতভাবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তিকেই রেয়াত করা হবে না।