সোনা সহ দুই যুবক গ্রেফতার গৌরীপুরে
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : নকল সোনা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধুবড়ি জেলার তারঘাট এলাকায় গৌরিপুর পুলিশ একটি সুনির্দিষ্ট অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম নকল সোনা উদ্ধার করেছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশ দু’টি বাইক ভ্রমণরত দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
তল্লাশির সময়, পুলিশ দু’টি ডিম্বাকৃতির নকল সোনার টুকরা উদ্ধার করে, যা অবৈধভাবে এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে অভিযোগ।
ধৃতরা হল দক্ষিণ গেরামারি গ্রামের বাসিন্দা মান্নাফ আলি এবং গৌরিপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউরান কর্মকার। দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে গৌরিপুর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলমান তদন্তের অংশ হিসেবে এই প্রক্রিয়া চলছে।