ডিব্রুগড়ে দুৰ্ঘটনায় হত দুই মহিলা, গুরুতর আহত এক

১ ডিসেম্বর : ডিব্রুগড় জেলার অন্তর্গত খোয়াঙের রাঙালাও বাজার এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুৰ্ঘটনায় দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যুর পাশাপাশি একজন গুরতরভাবে আহত হয়েছেন। রবিবার সকালে সংঘটিত দুৰ্ঘটনায় নিহতদের শেরেপাখাটি গ্রামের রুণুমি দাস (৪৫) ও সুমিলা দাস (৫০) এবং গুরুতরভাবে আহতকে একই গ্রামের অঞ্জলি দাস (৬০) বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, প্ৰতিদিনের মতো সকালে তাঁরা অন্যদের সঙ্গে খোয়াঙের ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে রাঙালাও বাজারে তাঁদের দোকান খুলে পরিষ্কার করছিলেন। সে সময় এনএল ০১ এই ১২১৮ নম্বরের একটি পণ্যবাহী ট্ৰাক তাঁদের পিষ্ট করে। দুরন্ত ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। অন্য দুজনকে উদ্ধার করে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপর আহতের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে ট্রাকটি তাঁদের দোকান ভেঙে গুঁড়িয়ে পাশে খাদে গিয়ে পড়েছে। অন্যদিকে দুৰ্ঘটনা সংঘটিত করে ট্ৰাকের চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

ডিব্রুগড়ে দুৰ্ঘটনায় হত দুই মহিলা, গুরুতর আহত এক
Spread the News
error: Content is protected !!