বাস-অল্টো সংঘৰ্ষ, হত দুই মহিলা

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : যাত্রীবাহী আলট্ৰা বাস এবং অল্টো কারের সংঘৰ্ষে ঘটনাস্থলেই মৃত্যু ঘটল দুই মহিলার। গুরুতরভাবে আহত হয়েছেন অল্টো-চালকও। মঙ্গলবার দুর্ঘটনাটি সংঘটিত হয় হোজাইর ডবকায় লালমাটি এলাকায়।

নিহত দুই মহিলাকে পশ্চিম কার্বি আংলঙের সাতগাঁও এলাকার বাসিন্দা নজনি তিমুংপি এবং রজনী বেপি বলে শনাক্ত করা হয়েছে। জানা যায়, ডবকা থেকে যাত্রী নিয়ে ডিফুর উদ্দেশ্যে যাচ্ছিল অল্টো কারটি। তবে মুখোমুখি সংঘর্ষে বাসের কোনও যাত্রী আহত হননি বলে বলে জানা গেছে।

বাস-অল্টো সংঘৰ্ষ, হত দুই মহিলা

Author

Spread the News