ব্রিজভূষণ সরণ সিংয়ের পুত্রের গাড়ির ধাক্কায় হত দুই
২৯ মে : ব্রিজভূষণ সরণ সিংয়ের পুত্র করণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু ঘটল ২ জনের। মৃতদের মধ্যে একজনের বয়স ১৭। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোণ্ডায়। ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর তাঁকে লোকসভার টিকিট দেয়নি বিজেপি। বদলে তাঁর পুত্র করণ সিংকে টিকিট দিয়েছে পদ্ম শিবির। ছবি থেকে দেখা যাচ্ছে করণের কনভয় ধাক্কা মারে দুজনকে। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে।
ঘটনায় এক বৃদ্ধাও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকা প্রচুর মানুষের ভিড় জমে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে শাস্তির দাবিও করা হয়। কনভয়ের গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় করণ সিং কনভয়ে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।