লালমাটি বোঝাই দু’টি টিপার বাজেয়াপ্ত বনবিভাগের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : ফের লালমাটি বোঝাই দু’টি টিপার বাজেয়াপ্ত করলেন দোহালিয়া বনকর্মীরা। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা প্রণব কলিতা, বনকর্মী দিলোয়ার হোসেন সমরজ্যোতি হাজরিকা সহ প্রটেকশন টিমের কর্মীরা সোমবার রাতে রামকৃষ্ণনগর এলাকার কলেজ রোডে হানা দিয়ে দু’টি অবৈধ লালমাটি বোঝাই টিপার গাড়ি বাজেয়াপ্ত করেন।
বনকর্মীদের অভিযান টের পেয়ে গাড়ির চালক গা ঢাকা দেন। মাটি বোঝাই চালকহীন গাড়ি দু’টি বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।