নাগাল্যান্ডে ঘুরতে গিয়ে খাদে পড়ে মৃত্যু দুই পড়ুয়ার

বরাক তরঙ্গ, ৮ জুন : প্রতিবেশী নাগাল্যান্ডে অসমের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু। স্কুটি সহ ২০০ ফুট গভীর খাদে পড়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

দুই ছাত্র যথাক্রমে আকাশ গৌলা এবং দীপজ্যোতি গগৈ। তারা অন্য তিন সহকর্মীর সঙ্গে চাঙ্কিতে গিয়েছিলেন। সবাই টিয়া চন্দ্রকমল বেজবরুয়া কলেজের ছাত্র। চাঙ্কির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।

দুর্ঘটনার শিকার হওয়া স্কুটির নম্বর হল এএস ০৪ এবি ৯৯৭৪। নাগাল্যান্ড পুলিশ ইতিমধ্যে টিয়ক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।
দুই ছাত্রের মরদেহ আজ দুপুরের মধ্যে দেশে আনার কথা রয়েছে।

আকাশ গোওয়ালার বাড়ি শিবসাগর জেলার জাজির গড়মুর বামুনগাঁওয়ে ও দীপজ্যোতি গগৈ তামুলীচুকিয়া, টিয়কের বাসিন্দা। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে কলেজ ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Author

Spread the News