ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী আটক

বরাক তরঙ্গ, ১৯ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের তৎপরতায় বুধবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধর্মনগর থানার কর্নার এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দুই মাদক পাচারকারীকে। ধৃতদের নাম আশিস চাকমা ও বিশাল চাকমা। দু’জনেই ঊনকোটি জেলার পেঁচারথল এলাকার নবীনছড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, TR 05 A 2824 নম্বরের একটি হাই-স্পিড অটোতে করে ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছিল। সন্দেহজনকভাবে চলাফেরার জেরে পুলিশ গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করে মোট ১,৮০০টি ইয়াবা ট্যাবলেট। যার কালোবাজারি মূল্য ৯ লক্ষ টাকারও বেশি।

ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী আটক

এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক বি. জুরিন পুইয়া ও ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। সহযোগিতায় ছিলেন থানার অন্যান্য পুলিশকর্মী, কৈলাসহর থেকে আগত ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ধর্মনগর মহকুমা অফিস থেকে আসা এক ডেপুটি কালেক্টর।

ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। রাতভর টানা জেরা করার পর বৃহস্পতিবার তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়।

Spread the News
error: Content is protected !!