দু’টি মালগাড়ির সংঘর্ষ, প্রাণ গেল দু’জনের

দু'টি মালগাড়ির সংঘর্ষ, প্রাণ গেল দু'জনের

১ এপ্রিল : এবার ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা। দু’টি মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুজনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার ভোর ৩টা নাগাদ সাহিবগঞ্জ জেলার বারহাইটের ভোগনাডিহের কাছে ঘটেছে। ঘটনাটি ঘটেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আরেকটি মালগাড়়ি। যার জেরে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রেল সূত্রের খবর, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি মালগাড়ি দুটি পরিচালনা করে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে সেগুলিও এনটিপিসির মালিকানাধীন এবং মূলত তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহণের জন্য ব্যবহৃত হয়।

পূর্ব রেলওয়ের মুখপাত্র কৌশিক মিত্র বলেছেন, ‘মালবাহী ট্রেন এবং ট্র্যাক উভয়ই এনটিপিসির। এর সঙ্গে ভারতীয় রেলওয়ের কোনও সম্পর্ক নেই।’

অন্যদিকে, সাহেবগঞ্জের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কিশোর তিরকি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষে ট্রেনের চালকরা নিহত হয়েছেন।

দু'টি মালগাড়ির সংঘর্ষ, প্রাণ গেল দু'জনের

এদিন সংঘর্ষে দু’টি মালগাড়ির ইঞ্জিন দুমড়েমুচড়ে গিয়েছে। সেগুলি লাইন থেকে দূরে ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Author

Spread the News