২০২টি বিরল সাপ উদ্ধার বিএসএফের, আটক দুই

বরাক তরঙ্গ, ১ মে : ভারত-বাংলাদেশ সীমান্তে ধুবড়ির কাছে সাপের আন্তর্জাতিক পাচার সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার ধুবড়ির ঘিয়ুমার সীমান্তের কাছে শ্যালদা এলাকায় একটি ঘটনা উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) অবৈধ সাপের পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে।

রিপোর্টে বলা হয়েছে, বিএসএফ আটককৃত দুই পাচারকারীর কাছ থেকে ২০২টি বিরল সাপ জীবিত উদ্ধার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আরিফ মাল ও তালিব মাল নামের দুই পাচারকারী আজ সকালে ধুবড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে সাপ ভর্তি দুটি বড় কন্টেইনার নিয়ে দেখা গেছে।

যখন দুই যুবকের গতিবিধি সীমান্ত নিরাপত্তা বাহিনীর সন্দেহের সৃষ্টি করল। এদিকে, বিএসএফ যুবকদের ব্যাগে দুইশোরও বেশি সাপ আবিষ্কার করে এবং তাদের সীমান্ত চৌকিতে নিয়ে যায় সিনিয়র কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য।

২০২টি বিরল সাপ উদ্ধার বিএসএফের, আটক দুই

রিপোর্ট অনুযায়ী, দুই যুবক এবং তাদের সঙ্গে থাকা দুইশোরও বেশি সাপ, যেগুলি তারা পাচার করেছিল, ধুবড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। সূত্র অনুযায়ী, ধৃত সাপগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে Erichsonia। এই সাপগুলি বিশেষভাবে দক্ষিণ ভারতে পাওয়া যায়।

Spread the News
error: Content is protected !!