অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দু’টি মোটর পাম্প বাজেয়াপ্ত পাথারকান্দির ধলছড়ায়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : পাথারকান্দি বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত অবৈধ ভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দু’টি মোটর পাম্প। জানা গেছে, সোমবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে শ্রীভূমি জেলা বন বিভাগের এসিএফ সামসউদ্দিন লস্করের নেতৃত্বে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীরা ধলছড়া গাঙ্গপার এলাকা হানা দিয়ে এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দু’টি মোটর পাম্প বাজেয়াপ্ত করেন।
পরে বালু উত্তোলনের ব্যবহৃত মেশিন দু’টি এক্সকেভেটর লাগিয়ে নদী থেকে উত্তোলন করে শেষে বাহনযোগে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নিয়ে যায়।
অভিযানে একাণ্ডে জড়িত থাকা কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। এদিকে, এ বিষয়ে জেলা বন বিভাগের এসিএফ সামছ উদ্দিন লস্কর জানান আগামীতেও বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে।