উত্তর কৃষ্ণপুরে বাইক- অটোর মুখোমুখি, আহত দুই
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর- আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন ব্যক্তি। শুক্রবার বেলা ১টা নাগাদ বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সুজিত পাল (৪৯) এবং সুকুমার সিনহা (৪৩)।
দুর্ঘটনার খবর পেয়ে সোনাবাড়িঘাটের ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংঘর্ষ এত ভয়ানক ছিল, অটোরিকশার সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়।