কাঁঠাল রোডে একরাতে দুই বাড়িতে চুরি, ঘুমন্ত মহিলার গলা থেকে চেন কেড়ে নিল
ভাষাবিদের হার্ডডিস্ক চুরি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচর কাঁঠাল রোডে একরাতে দুই বাড়িতে চোরের হানা ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন ছিনিয়ে নেয় চোর। এ ছাড়া ভাষাবিজ্ঞানী ড. বিশাখা দাসের কম্পিউটারের এক্সটার্নাল হার্ডডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, দু’টি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
জানা যায়, ড. বিশাখা দাসের বাড়িতে রবিবার রাত ২টার পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমে ছিলেন তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে। তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাঙ্ক ও স্যুটকেসটি বের করে তল্লাশি চালিয়ে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। আলমিরা খুলে তছনছ করে। এক্সটার্নাল হার্ডডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, দু’টি মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয়।
বিশাখা দাসের পর স্বপ্না সিনহার পাশের বাড়িতে হানা দেয় চোরেরা। চোরেরা জানালা খুলে ঘরে প্রবেশ করে। মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পাশের ঘরে ঘুমাচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা ও শাশুড়ি। তারা অ্যালার্ম বাজালে ডাকাতরা পালিয়ে যায়। স্বপ্না সিনহা বলেন, চোররা অল্প বয়সী, দুই ছেলে ছিল, মুখে কালো কাপড় বাধা ছিল, তাদের পরনে জিন্স, প্যান্ট ও শার্ট ছিল।
বিশাখা দাস রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন, তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরির কাজ করছেন। সব ডকুমেন্ট ওই হার্ডডিস্কে ছিল। তিনি ভেঙে পড়েছেন।