বাল্যবিবাহে জড়িত, পদ খারিজ দুই পঞ্চায়েত সদস্যের

বরাক তরঙ্গ, ৪ জুলাই : পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রতিনিধিত্ব করা আর হল না। বাল্যবিবাহে জড়িত থাকায় দুই পঞ্চায়েত সদস্যার পদ খারিজ হল। দুই সদস্যা হলেন গুলমেহেরা খাতুন ও এলিজা বেগম।
তাঁরা লাহরিঘাটের ধুমকুড়া গাঁও পঞ্চায়েতের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

এ দিকে, নির্বাচনে জয়ী হওয়ার রাজ্যের বহু জিপিতে বাল্যবিবাহ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক অভিযোগ উঠে। অভিযোগ প্রমাণিত হলে আরও বেশ কয়েকজন নির্বাচিত সদস্য পদ খোয়াতে পারেন।

বাল্যবিবাহে জড়িত, পদ খারিজ দুই পঞ্চায়েত সদস্যের

Author

Spread the News