ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে দু’টি হাতির মৃত্যু
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : হোজাই-পশ্চিম কাৰ্বি আংলং জেলার সীমান্তবর্তী খারিখানায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। খারিখানা বিলগাঁও এলাকায় দু’টি বন্য হাতির করুণ মৃত্যু হয়েছে। ধানক্ষেতের মাঝখান থেকে উদ্ধার করা হয় মৃত হাতি দু’টি।
ধানক্ষেতে হাতির প্রবেশ রোধ করতে বসানো হয়েছিল বিদ্যুতায়িত তার। সেই তারে জড়িয়ে মৃত্যু হয় হাতি দু’টির। এর মধ্যে একটি ছিল একটি মাদি শাবক হাতি বলে জানা গেছে।
ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছে পশুচিকিৎসকদের একটি দল। এই ঘটনার পর প্রকৃতিপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

