জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরালো কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে
৬ ডিসেম্বর : জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরানো হল কলকাতা ও ত্রিপুরার দুই বাংলাদেশি কূটনীতিককে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর পর এই দুই কূটনীতিককে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কলকাতার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।